জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূতদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এই বৈঠক হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এনসিপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে নরওয়ের রাষ্ট্রদূত হাকোন আরল্ড গুলব্র্যান্ডসেনের বাসভবনে প্রাতরাশের আমন্ত্রণে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলারসহ যোগ দিয়েছিলেন।
এই বৈঠকে এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক ও আন্তর্জাতিক সেল প্রধান সুলতান মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সদস্য সচিব ও আন্তর্জাতিক সেল উপ-প্রধান আলাউদ্দীন মোহাম্মদ এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ইউরোপ ডেস্কের দায়িত্বে থাকা নাভিদ নওরোজ শাহ্।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে তারা দেশের সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করেছেন। রাষ্ট্রদূতরা বিশেষত সংস্কার এবং জুলাই সনদ নিয়ে সরকার গঠিত ঐকমত্য কমিশনের অগ্রগতি সম্পর্কে জানতে চান। সেই সঙ্গে আগামী নির্বাচন ঘিরে এনসিপির প্রস্তুতি এবং দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে বলে জানানো হয়।
এছাড়া, উভয় পক্ষই বাংলাদেশ এবং স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে গুরুত্ব আরোপ করেন।