Home সারাদেশডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ৭৫৮ জন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ৭৫৮ জন

by Akash
০ comments

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের (৪) মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৭৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে বুধবার (১৫ অক্টোবর) পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মৃত চারজনের মধ্যে একজন পুরুষ এবং তিনজন নারী।

প্রতিবেদনে আরও বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে—

  • ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৫৮ জন ভর্তি হয়েছেন।
  • এরপর বরিশাল বিভাগে ১৩৩ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১০২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
  • এছাড়া, চট্টগ্রাম বিভাগে ৮৫ জন, খুলনা বিভাগে ৬২ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন, রাজশাহী বিভাগে ৪৭ জন, রংপুর বিভাগে ১৯ জন ও সিলেট বিভাগে ২ জন আক্রান্ত হয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ২৪২ জনের (২৪২) মৃত্যু হয়েছে। এ বছর মোট ৫৭ হাজার ১৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

You may also like

Leave a Comment