ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষ্যে মাছ ধরা থেকে বিরত থাকা মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর জেলেদের মাঝে ভিজিএফ (VGF) চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার হাসাইল বানারী ইউনিয়ন পরিষদে এই চাল বিতরণ করা হয়।
এই ইউনিয়নের মোট ২০০ জন জেলের মাঝে প্রতিজনকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়েছে।
হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান দেওয়ান-এর সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা।
এ সময় অন্যদের মধ্যে জাতীয় মৎস্যজীবী সমিতি মুন্সীগঞ্জ জেলার সভাপতি জয়নাল খালাসি, ইউপি সদস্য বাবু হাওলাদার, শাহিন দেওয়ান, সিদ্দিক বেপারি প্রমুখ উপস্থিত ছিলেন।