নিজস্ব প্রতিবেদক | সিলেট | ১৬ আগস্ট ২০২৪
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিমপাড়া এলাকায় লন্ডন প্রবাসী আফজাল হোসেনের পারিবারিক বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে তার অফিসসংলগ্ন নিজ বাড়িতে আগুন লাগে বলে জানিয়েছেন স্থানীয়রা।
পরিবারের সদস্যরা জানান, তারা হঠাৎ প্রচণ্ড শব্দ ও ঘন ধোঁয়া দেখে ঘুম থেকে জেগে ওঠেন। মুহূর্তের মধ্যে আগুন বাড়ির একটি অংশে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সময় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। চারদিক ঘন ধোঁয়ায় ঢেকে যায়, এবং সবাই নিরাপদ আশ্রয়ের সন্ধানে দৌড়াদৌড়ি শুরু করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়িতে আফজাল হোসেনের বাবা-মা উপস্থিত ছিলেন। তারা বলেন, “বাইরে হঠাৎ শব্দ ও আলোর ঝলকানি দেখি। কয়েক মিনিটের মধ্যেই ধোঁয়ায় পুরো ঘর ভরে যায়। আমরা তাড়াতাড়ি বাইরে বের হয়ে আসি।”
গ্রামবাসীর অভিযোগ, পলাতক যুবলীগ–ছাত্রলীগের একটি পেটুয়া গ্রুপ এই অগ্নিসংযোগ ঘটিয়েছে। তাদের দাবি, লন্ডনপ্রবাসী আফজাল হোসেন দীর্ঘদিন ধরে বিএনপির একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত, বর্তমানে তিনি লন্ডন বিএনপিরও সক্রিয় সদস্য।
অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর থেকে অভিযুক্তদের খুঁজে পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে।
