Home আইন-আদালতবিজিবির সাবেক কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বিজিবির সাবেক কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

by Akash
০ comments

জুলাই-আগস্টের আন্দোলনের সময় রাজধানীর রামপুরা এলাকায় ২৮ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধ মামলায় চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন।

বুধবার (৮ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তরে প্রসিকিউটর ফারুক আহমেদ এ অভিযোগপত্র জমা দেন।

অভিযুক্তরা হলেন-বিজিবি সাবেক কর্মকর্তা রেদোয়ানুল ইসলাম, রাফাত বিন আলম মনু, রাশেদুল ইসলাম ও মশিউর রহমান।

জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনের সময় রামপুরায় ২৮ জন নিহত হন। আহত হন অনেকে।

অভিযোগপত্রে বলা হয়েছে, আন্দোলনের সময় বিজিবি কর্মকর্তা রেদোয়ানুল ইসলামকে আন্দোলনকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি চালাতে দেখা যায়। অন্য আসামিরাও এই হত্যাযজ্ঞে নেতৃত্ব ও সহায়তার ভূমিকা পালন করেন।

এর আগে তদন্ত সংস্থার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়। পরবর্তী পদক্ষেপ হিসেবে তাদের বিরুদ্ধে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করল প্রসিকিউশন।

You may also like

Leave a Comment