Home সারাদেশমা ইলিশ রক্ষা অভিযান: রাজবাড়ীর পদ্মায় জাল জব্দ, তিন জেলেকে ২০ হাজার টাকা জরিমানা

মা ইলিশ রক্ষা অভিযান: রাজবাড়ীর পদ্মায় জাল জব্দ, তিন জেলেকে ২০ হাজার টাকা জরিমানা

by Akash
০ comments

মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর করতে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে পরিচালিত এই অভিযানে নিষিদ্ধ জাল জব্দ করা হয় এবং তিন জেলেকে অর্থদণ্ড দেওয়া হয়।

জানা গেছে, দুটি উপজেলায় পৃথকভাবে অভিযান চালিয়ে মোট ৭ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ এবং তিন জেলেকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট থেকে ছাত্তার মেম্বার পাড়া এলাকা পর্যন্ত অভিযান চালানো হয়। এসময় ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। দুই জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।জব্দকৃত জালগুলো দৌলতদিয়া ফেরিঘাটে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি ত্রিনাথ সাহাসহ মৎস্য বিভাগের একটি দল উপস্থিত ছিল।

অপরদিকে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক এবং সহকারী কমিশনার (ভূমি) পায়ারা চৌধুরীর নেতৃত্বে সদর উপজেলার বরাট ইউনিয়ন থেকে মিজাপুর ইউনিয়নের মহাদেবপুর এলাকা পর্যন্ত পদ্মায় অভিযান পরিচালিত হয়। এই অভিযানে: এক জেলেকে মোবাইল কোর্টে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও দেড় কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান জানান, মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসকের নির্দেশে কঠোর অবস্থানে থেকে অভিযান পরিচালনা চলছে এবং নিষিদ্ধ সময় পর্যন্ত এই অভিযান প্রতিদিনই অব্যাহত থাকবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক বলেন, ইলিশ দেশের সম্পদ। তাই এই প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসন থেকে প্রতিদিনই অভিযান পরিচালনা করা হবে।

জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক জানান, মা ইলিশ রক্ষা কার্যক্রমের পাশাপাশি ভিজিএফ বিতরণও চলমান রয়েছে। জেলার মোট ৫ হাজার ৪৯৭ জন জেলের মধ্যে সদর, কালুখালী ও গোয়ালন্দ উপজেলার ১,২৮০ জন জেলের মাঝে মোট ৩২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে এবং বাকি ৪ হাজার ২ শত ১৭ জনকে চাল বিতরণের কাজ আগামী বৃহস্পতিবার নাগাদ সম্পন্ন হবে।

You may also like

Leave a Comment