Home রাজনীতিভবিষ্যৎ বিএনপির মূল লক্ষ্য গণতন্ত্রের বুনিয়াদ শক্ত করা: তারেক রহমান

ভবিষ্যৎ বিএনপির মূল লক্ষ্য গণতন্ত্রের বুনিয়াদ শক্ত করা: তারেক রহমান

by Akash
০ comments

বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভবিষ্যৎ বিএনপির অন্যতম মূল লক্ষ্য হবে দেশের গণতন্ত্রের বুনিয়াদ শক্ত করা। মঙ্গলবার এই সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব প্রকাশিত হয়েছে।

তারেক রহমান বলেন, “আমাদের রাজনীতির মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে জনগণ, দেশ ও দেশের সার্বভৌমত্ব।” তিনি বাংলাদেশের দুটি বিষয় নিয়ে গর্ব করার কথা উল্লেখ করেন:

১. গার্মেন্টস শিল্প: যা দেশের অর্থনীতির চালিকাশক্তি।
২. প্রবাসীদের রেমিট্যান্স: যা প্রবাসীরা দিনরাত পরিশ্রম করে দেশে পাঠান।

তিনি দাবি করেন, এই দুটি খাতই বিএনপি শুরু করেছিল। তিনি বলেন, বিএনপির সময়ই লোকজনের বিদেশ যাওয়া শুরু হয় এবং গার্মেন্টস শিল্পের প্রসার ঘটে।

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনকালের উদাহরণ টেনে বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষপীড়িত দেশকে জিয়াউর রহমান কীভাবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন, এমনকি স্বল্প পরিমাণে হলেও চাল রপ্তানিও করা হয়েছিল।

বিএনপির ডি-ফ্যাক্টোপ্রধান বাকশালের উদাহরণ টেনে বলেন, বিএনপির কাঁধে যখন দেশ পরিচালনার দায়িত্ব আসে, তখন বহুদলীয় গণতন্ত্র আবার ফিরে আসে। তিনি অতীত থেকে শিক্ষা নেওয়ার কথা উল্লেখ করে বলেন, “আমরা অতীতে এই ভালো কাজগুলো করেছি। ভবিষ্যতে ইনশা আল্লাহ এই বিষয়গুলো আমলে নিয়েই আমরা এগিয়ে যাব।”

You may also like

Leave a Comment