Home রাজনীতি‘জনগণের ভোটে সরকার প্রতিষ্ঠার পথে বাধা দেওয়া দেশ ও গণতন্ত্রের শত্রু’: শামসুজ্জামান দুদু

‘জনগণের ভোটে সরকার প্রতিষ্ঠার পথে বাধা দেওয়া দেশ ও গণতন্ত্রের শত্রু’: শামসুজ্জামান দুদু

by Akash
০ comments

বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার পথে যারা বাধা দেবে, তারাই দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সবচেয়ে বড় শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

রোববার (৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশ টিকে থাকলে আমরা সবাই টিকে থাকব এবং সব সমস্যার সমাধান হবে। তার মতে, গণতান্ত্রিকভাবে জনগণসম্পৃক্ত একটি সরকারের অনুপস্থিতিই দেশকে বিপন্ন করবে। নির্বাচনের মাধ্যমে আসা সরকারের দায়িত্ববোধের সঙ্গে অনির্বাচিত বা অন্তর্বর্তী সরকারের দায়িত্ববোধ এক নয়।

তিনি সদ্য ক্ষমতাচ্যুত সরকারকে আক্রমণ করে বলেন, গত সরকার জোর করে ১৫টি বছর তথাকথিত ভোটের নামে তামাশার মধ্য দিয়ে ক্ষমতা আঁকড়ে ছিল এবং তারাই বাংলাদেশের জন্য সবচেয়ে বিপজ্জনক শক্তি। তিনি বলেন, শেখ হাসিনা নিজেকে গণদুশমন ও গণশত্রু হিসেবে তার কার্যক্রমের মাধ্যমে জাতির কাছে ও বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন। এমন ফ্যাসিস্ট, গণহত্যাকারী ও লুটপাটকারী বাংলাদেশে ৫৪ বছরে কেউ দেখেনি।

তিনি আরও বলেন, “যারা এই দেশকে শত্রু ভাবাপন্ন দেশ হিসেবে মনে করছে, সেই ভারতের কোলে গিয়ে তিনি (শেখ হাসিনা) আশ্রয় নিয়েছেন।” তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ এত বড় নির্মম শক্তি হওয়া সত্ত্বেও এবং চিহ্নিত গণহত্যাকারী হওয়া সত্ত্বেও প্রতিবেশী দেশটি তাকে আশ্রয় দিয়েছে। তার মতে, বন্ধুত্বের মুখোশে ভারত গণহত্যাকারীকে সমর্থনের মাধ্যমে গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে।

শামসুজ্জামান দুদু হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে এই গণহত্যাকারীদের এবং তাদের বন্ধুদের রুখতে হবে এবং সজাগ থাকতে হবে। অন্যথায় দেশের বড় ধরনের ক্ষতি হবে।

You may also like

Leave a Comment