Home সারাদেশপীরগাছায় গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ

পীরগাছায় গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ

by Akash
০ comments

রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে রাতভর নির্যাতন করার ঘটনা ঘটেছে। এই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।

শুক্রবার রাতে গৃহবধূ শেফালী বেগমকে তার স্বামী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী আমেনা বেগম প্রথমে মারধর করেন। এরপর মধ্যরাতে তাকে বাড়ির উঠানে গাছের সঙ্গে বেঁধে পুনরায় নির্যাতন করা হয়। ভোরে গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং এ ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। পরে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে প্রতিবেশীরা শেফালী বেগমের হাতের বাঁধন খুলে দেন।

ভুক্তভোগী শেফালী বেগম জানান, তাদের বিয়ে হয় ২০১৪ সালে। বিয়ের পর থেকেই স্বামী ও সতিন আমেনা তাকে প্রায়ই নির্যাতন করতেন, যার কারণে তিনি প্রায় এক বছর ধরে তার নিকটজনের কাছে আশ্রয় নিয়েছিলেন। শুক্রবার রাতে তিনি স্বামীর বাড়িতে এলে স্বামী নজরুল তাকে তালাক দিয়েছেন বলে জানান। এ সময় তালাকের কাগজ দেখতে চাইলে স্বামী ও সতিন তার ওপর নির্যাতন শুরু করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শাহীন মির্জা সুমন ঘটনার পর গৃহবধূকে নিরাপদে তার নিকটজনের কাছে পাঠিয়ে দেন।

যদিও ঘটনাটি রংপুর মেট্রোপলিটন থানা এলাকার কাছাকাছি, মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান, নির্যাতিতার পক্ষ থেকে কোনো অভিযোগ না আসায় এ বিষয়ে এখনো কোনো আইনি ব্যবস্থা নিতে পারেননি তারা।

You may also like

Leave a Comment