Home খেলাচ্যাম্পিয়ন্স লিগে হোঁচট খেল লিভারপুল, উজ্জ্বল আতলেতিকো

চ্যাম্পিয়ন্স লিগে হোঁচট খেল লিভারপুল, উজ্জ্বল আতলেতিকো

by Akash
০ comments

তিন দিন আগেই প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে এসেছিল লিভারপুল। জয়ের ছন্দে ফেরার আশায় চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামলেও এবার আরও তেতো অভিজ্ঞতা হলো তাদের। মঙ্গলবার রাতে ঘরের মাঠে গালাতাসারাইয়ের কাছে ১-০ গোলে হেরে ফেরে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। ম্যাচের একমাত্র গোলটি পেনাল্টি থেকে করেন ভিক্টর ওসিমেন।

লিভারপুল ম্যাচজুড়ে একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। মূল গোলরক্ষক আলিসনের মাঝপথে চোট পেয়ে মাঠ ছাড়াও তাদের জন্য দুশ্চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। আসরে প্রথম জয়ের পর দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে উঠেছে গালাতাসারাই, সমান পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে লিভারপুল।

অন্যদিকে, দুর্দান্ত ফর্মে আছে আতলেতিকো মাদ্রিদ। লা লিগায় রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারানোর পর এবার চ্যাম্পিয়ন্স লিগেও গোলের বন্যা বইয়ে দিল তারা। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে দিয়েগো সিমেওনের দল।

  • জাকোমো রাসপাদোরি, হবাঁন লু নহমাঁ, অঁতোয়ান গ্রিজমান, গিলিয়ানো সিমেওনে ও হুলিয়ান আলভারেস গোল করেন।
  • গ্রিজমান ক্লাবের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ২০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন।

দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে আতলেতিকো।

একই সময়ে ইন্টার মিলান ৩-০ গোলে হারিয়েছে স্লাভিয়া প্রাহাকে। দুটি জয় নিয়ে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের সঙ্গে ৬ পয়েন্টে আছে গতবারের রানার্সআপ ইন্টার।

You may also like

Leave a Comment