Home সারাদেশপ্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ চালু করবে ইসি

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ চালু করবে ইসি

by Akash
০ comments

প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা নিজ নিজ দেশ থেকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সোমবার রাতে নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে প্রচারিত এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন। তিনি একে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় “ঐতিহাসিক মাইলফলক” বলে উল্লেখ করেন।

সিইসি জানান, আধুনিক প্রযুক্তির সহায়তায় সহজ ও কার্যকরভাবে ভোট দেওয়ার সুযোগ করে দিতে শিগগিরই চালু করা হবে একটি মোবাইল অ্যাপ—‘পোস্টাল ভোট বিডি’।

কীভাবে হবে প্রক্রিয়া?

  • প্রথমে প্রবাসীদের এই অ্যাপে নিবন্ধন করতে হবে।
  • নিবন্ধনের সময় এনআইডি কার্ড, পাসপোর্টের তথ্য এবং প্রবাসের ঠিকানা দিতে হবে।
  • অ্যাপের মাধ্যমে করতে হবে ফেস আইডেন্টিফিকেশন ও লাইভনেস ডিটেকশন।
  • নিবন্ধন শেষ হলে সংশ্লিষ্ট প্রবাসী ঠিকানায় ব্যালট পেপার ও ফেরত খাম পাঠানো হবে।
  • ভোট দেওয়ার পর খামে ভরে শুধু পোস্ট অফিসে পাঠালেই তা বাংলাদেশ নির্বাচন কমিশনে পৌঁছে যাবে।

সিইসি বলেন, “এটি প্রবাসী ভোটের জন্য প্রথম পদক্ষেপ, এক ঐতিহাসিক সূচনা। আমরা চাই আমাদের সব প্রবাসী ভাইবোন এই সুযোগ কাজে লাগাবেন।”

ভোট দেওয়ার বিস্তারিত তথ্য পাওয়া যাবে পোস্টাল ভোট বিডি অ্যাপ, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে।

You may also like

Leave a Comment