আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই জমলেও রক্ষণে দৃঢ়তা দেখায় দুই দল। তবে আত্মঘাতী গোলেই হারে আসর শুরু করল বেনফিকা, আর ২০২৩ সালের মার্চের পর চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয়ের দেখা পেল চেলসি।
ঘরের মাঠে ১-০ গোলে জেতে ইংলিশ ক্লাবটি। প্রথমার্ধে রিচার্দ রিওসের আত্মঘাতী গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
জয়ের আনন্দে ভাটা ফেলেছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর লাল কার্ড। শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। পরের ম্যাচে আয়াক্সের বিপক্ষে তাকে পাবে না চেলসি।
এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে উঠেছে লন্ডনের ক্লাবটি। বেনফিকার পয়েন্ট শূন্য।
লম্বা সময় পর স্ট্যামফোর্ড ব্রিজে ফেরেন চেলসির সাবেক কোচ জোসে মরিনিয়ো। ম্যাচ চলাকালে বেনফিকা সমর্থকেরা এনসো ফের্নান্দেসকে লক্ষ্য করে বস্তু ছুড়ে মারলে হাত উঁচিয়ে থামতে বলেন মরিনিয়ো।
ম্যাচে বল দখলে এগিয়ে ছিল চেলসি। তাদের আট শটের তিনটি লক্ষ্যে ছিল, সমান তিনটি অন টার্গেট শট নেয় বেনফিকাও।
অন্যদিকে, একই দিনে বায়ার্ন মিউনিখ ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে সাইপ্রাসের ক্লাব পাফোসকে। জোড়া গোল করেছেন হ্যারি কেইন। দুটি জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জার্মান জায়ান্টরা।
