Home আন্তর্জাতিকরোহিঙ্গাদের জন্য নতুন সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

রোহিঙ্গাদের জন্য নতুন সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

by Akash
০ comments

রোহিঙ্গাদের জন্য নতুন সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্র দেবে ছয় কোটি মার্কিন ডলার আর যুক্তরাজ্য দেবে দুই কোটি ৭০ লাখ পাউন্ড। মঙ্গলবার জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ নিয়ে প্রথম উচ্চ পর্যায়ের সম্মেলনে এ প্রতিশ্রুতি আসে।

ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন জানায়, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গার জন্য খাদ্য, আশ্রয়, বিশুদ্ধ পানি ও জীবন রক্ষাকারী পরিষেবা দেওয়া হবে। এছাড়া এক লাখ ৭৫ হাজার নারী ও মেয়েকে যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা দেওয়া হবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, যুক্তরাষ্ট্র ছয় কোটি ডলার সহায়তার ঘোষণা দিয়েছে। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান হলো তাদের মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। এ জন্য তিনি সাত দফা প্রস্তাব দেন।

ব্রিটিশ হাইকমিশন জানায়, যুক্তরাজ্যের প্রতিশ্রুত অর্থের মধ্যে ৬০ লাখ পাউন্ড আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মাধ্যমে ক্যাম্প ব্যবস্থাপনায়, বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মাধ্যমে প্রায় ১ লাখ ৭৫ হাজার রোহিঙ্গার খাদ্য সহায়তায়, এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের মাধ্যমে নথিপত্র ও আইনি সহায়তায় ব্যয় হবে।

এ ছাড়া ইউনিসেফের মাধ্যমে দেড় লাখ রোহিঙ্গাকে স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি সেবা, ৭৫ হাজারকে নিরাপদ পানি এবং ৬১ হাজারের বেশি শরণার্থীকে স্বাস্থ্যসেবা দেওয়া হবে। জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) নারী ও মেয়েদের সহায়তায় অর্থ ব্যয় করবে।

নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল, ডেনিশ রিফিউজি কাউন্সিল, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি এবং হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশনের মাধ্যমে দেওয়া হয়েছে আরও ২২ লাখ ৪০ হাজার পাউন্ড। এ তহবিল রোহিঙ্গা ও স্থানীয়দের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধী সেবায় ব্যবহার হবে। এছাড়া জাতিসংঘ ও বিভিন্ন এনজিও অংশীদারের মাধ্যমে আরও ৪০ লাখ পাউন্ড খরচ করা হবে।

You may also like

Leave a Comment