আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে আজ বুধবার (১ অক্টোবর) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। বেলা ১২টার মধ্যে মোট ১৬ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, যাদের মধ্যে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন মীর হেলাল উদ্দিন। এতে সেখান থেকে একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। একইভাবে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন আহসান ইকবাল চৌধুরী।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে বড় চমক ছিলেন তামিম ইকবাল। তার পাশাপাশি বিএনপিপন্থী ক্রীড়া সংগঠকদের অনেকেই নির্বাচনে অংশ নিচ্ছেন না। এ তালিকায় আছেন সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবুর মতো প্রভাবশালী প্রার্থীরাও।
বিসিবি নির্বাচন ঘিরে এরই মধ্যে নানা আলোচনার সৃষ্টি হয়েছে। রাজনৈতিক অবস্থান ও ক্রীড়া অঙ্গনের অভ্যন্তরীণ সমীকরণ এই নির্বাচনে বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
