ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরও তাঁর দেশ যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, ইরান এখনো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখার পথে অটল রয়েছে। স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞার মাধ্যমে মূলত ২০১৫ সালের পর জাতিসংঘের শিথিল হওয়া নিষেধাজ্ঞাগুলো (অস্ত্র, আর্থিক লেনদেন, বাণিজ্য ইত্যাদি) পুনরায় কার্যকর হবে।
মেহের নিউজের প্রতিবেদন অনুযায়ী, রোববার (২৮ সেপ্টেম্বর) মন্ত্রিসভার বৈঠকে পেজেশকিয়ান এসব কথা বলেন।
পেজেশকিয়ান বলেন, “প্রতিবেশীদের সঙ্গে বিস্তৃত ও গঠনমূলক সম্পর্কের মাধ্যমে ইরানের বিরোধীরা কখনো তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। ইরান যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত।” তিনি উল্লেখ করেন, জনগণের জীবন ও জীবিকা সরকারের মূল মনোযোগের কেন্দ্রে রয়েছে।
প্রেসিডেন্ট স্মরণ করিয়ে দেন, আমেরিকা অতীতে নিষেধাজ্ঞা ও যুদ্ধের মাধ্যমে ইরানের রপ্তানি ব্যাহত করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।
তিনি জানান, ইরান বিশেষজ্ঞ, মেধাবী ও জনগণের ঐক্যের ওপর নির্ভর করে তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে উন্নয়ন কর্মসূচি এগিয়ে নেবে। তিনি বলেন, অনেক দেশ প্রাকৃতিক গ্যাস বা তেলের মতো সম্পদ ছাড়াই উন্নতি করেছে।
পারমাণবিক অস্ত্রের প্রসঙ্গে পেজেশকিয়ান তাঁর দেশের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, “আমরা কখনো পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করিনি, ভবিষ্যতেও করব না।”
আলোচনা প্রসঙ্গে তিনি জানান, ইরান সবসময় ন্যায়সংগত ও স্বচ্ছ আলোচনায় প্রস্তুত। তবে এমন কোনো আলোচনায় তারা যাবে না, যা দেশকে নতুন সমস্যার মুখে ফেলতে পারে।
