রাহুল গান্ধীকে হত্যার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কংগ্রেসের চিঠি
ভারতের প্রধান বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে টেলিভিশন বিতর্কে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেস। দলটি অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি রাহুল গান্ধীর অতিরিক্ত নিরাপত্তার দাবি জানিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জরুরি ভিত্তিতে চিঠি দিয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, রোববার (২৮ সেপ্টেম্বর) কংগ্রেস এই চিঠি দেয়।
কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল জানিয়েছেন, কেরালা বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেব একটি টেলিভিশন বিতর্কে বলেছেন, “রাহুল গান্ধীকে বুকে গুলি করা হবে।”
ভেনুগোপাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে বলেন, “রাজনৈতিক মতপার্থক্য সাংবিধানিক কাঠামোর ভেতরে থেকেই মেটানো উচিত। কিন্তু বিজেপি নেতারা টেলিভিশনে সরাসরি রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার হুমকি দিচ্ছেন।” তিনি আরও অভিযোগ করেন, রাহুল গান্ধীর আরএসএস-বিজেপি মতাদর্শের বিরুদ্ধে দৃঢ় লড়াই তাদের কাঁপিয়ে দিয়েছে।
কংগ্রেস এই হুমকিকে “ঠান্ডা মাথায় দেওয়া সুপরিকল্পিত ও ভীতিকর” বলে চিঠিতে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানায়। চিঠিতে দলটি জানায়, এটি কোনো অসাবধানতাবশত বলা মন্তব্য নয় বা হঠাৎ আবেগের বহিঃপ্রকাশও নয়, বরং সুসংগঠিত হত্যার হুমকি।
কংগ্রেস চিঠিতে উল্লেখ করেছে যে অতীতেও রাহুল গান্ধীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক হত্যার হুমকি এসেছে, যেগুলোর অনেকগুলোর সঙ্গে বিজেপির রাজনীতিতে জড়িত ব্যক্তিদের সম্পর্ক রয়েছে।
দলটি ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে সতর্ক করেছে যে, ইতিহাস যেন পুনরাবৃত্তি না হয়। কংগ্রেসের মতে, “একজন স্থানীয় নেতার এই বেপরোয়া মন্তব্য আসলে ইচ্ছাকৃতভাবে তৈরি করা এক বিষাক্ত ঘৃণার পরিবেশের প্রতিফলন, যা বিরোধীদলীয় নেতাকে সহিংসতার ঝুঁকির মুখে ফেলছে।”
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সতর্ক করে চিঠিতে বলা হয়েছে, “আপনি যদি দ্রুত ও দৃঢ় ব্যবস্থা নিতে ব্যর্থ হন, তাহলে তা হবে আপনার সরাসরি জড়িত থাকা এবং বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে সহিংসতাকে স্বাভাবিক করার সমান। এটি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনার শপথ ভঙ্গের গুরুতর উদাহরণ হিসেবে দেখা হবে।”
