১৫
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক ও সংগীতশিল্পী শামীমা পারভীন রত্নাকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে সাতক্ষীরা শহরের পিটিআই মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সুলতানপুর এলাকার বাসিন্দা এবং বর্ণমালা একাডেমির পরিচালক।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, চলতি বছরের ১১ জুন হওয়া একটি নাশকতার মামলার আসামি হিসেবে শামীমা পারভীন রত্নাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ সোমবার আদালতে পাঠানো হবে।
