Home সারাদেশভাঙ্গুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ৩ ঘণ্টা ধরে

ভাঙ্গুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ৩ ঘণ্টা ধরে

by Akash
০ comments

পাবনার ভাঙ্গুড়া রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় তিন ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে সহস্রাধিক যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, রোববার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস রওনা দেয়। ভোরে ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছাকাছি পৌঁছালে হঠাৎ বিকট শব্দে ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়। এ সময় আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে লাফিয়ে নামেন। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে।

ঘটনার পর তিন ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো বগি উদ্ধারের কাজ শুরু করতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে যাত্রীরা স্টেশনে আটকে থেকে চরম দুর্ভোগে ভুগছেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর যাত্রীরা দারুণ ভোগান্তির শিকার হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনে পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে অসংখ্য যাত্রী ছিলেন।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ভোর ৪টার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এর পর থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

You may also like

Leave a Comment