কল রেকর্ড ফাঁসের ভয়ে তিনি ফোনে কথা বলেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (২৮ সেপ্টেম্বর) বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনী সংলাপের সমাপনী বক্তব্যে তিনি নিজেই এ কথা জানান।
সিইসি বলেন, “অনেকে বলে সিইসি ফোনে কথা বলে না। সরাসরি এসে কথা বলেন, আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা। দরকার হলে আপনারা লিখিত প্রস্তাব দেন, কিন্তু টেলিফোনে কথা বলি না।”
নাসির উদ্দিন বলেন, কমিশন একটি স্বচ্ছ নির্বাচন করতে চায় এবং বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাবে। তিনি জানান, দেশীয় পর্যবেক্ষক যতটা সম্ভব বেশি নিবন্ধন দেওয়া হবে। তিনি বলেন, “অতীতের মতো হবে না। আমরা পুরো আসনের নির্বাচন বাতিল করার ক্ষমতা ফেরত আনছি।”
তিনি আরও বলেন, “মানুষকে নির্বাচনে আসতে বলেন। আমরা সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছ নির্বাচন করবো। আমাদের দরজা সব সময় খোলা। যেকোনো সময়ে আপনাদের সুপারিশ আমরা গ্রহণ করবো।”
সংলাপে প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি অন্য চার নির্বাচন কমিশনার, ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, অধ্যাপক আল মাহমুদ হাসানউজ্জামান, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
