বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের পরিচালক আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, ‘জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। পিআর পদ্ধতি ছাড়া এদেশের জনগণ কোনো নির্বাচন মানবে না।’
শনিবার বিকেলে পাইকগাছা পৌরসভা মাঠে জুলাই ঘোষণা, জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যারা বারবার ক্ষমতায় থেকে দুর্নীতি, লুটপাট আর ফ্যাসিবাদ কায়েম করেছে, জনগণ তাদের আর দেখতে চায় না। দেশের মানুষ ইসলামী দলকে ক্ষমতায় দেখতে চায়। তিনি আরও বলেন, ৫ আগস্টের পর দেশে যখন কোনো সরকার ছিল না, তখন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ১৮ কোটি মানুষকে নিরাপত্তা দিয়েছে।
মাওলানা আজাদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে দাঁড়ি পাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং প্রশাসনকে নিরপেক্ষ থাকার জন্য অনুরোধ করেন।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। সমাবেশ শেষে হাজার হাজার নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
