Home খেলাওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিহাস গড়ল নেপাল

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিহাস গড়ল নেপাল

by Akash
০ comments

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো কোনো টেস্ট খেলুড়ে দলকে হারিয়ে ইতিহাস গড়ল নেপাল। দুইবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়ে ক্রিকেট ইতিহাসেরই অন্যতম অঘটনের জন্ম দিলো দক্ষিণ এশিয়ার উদীয়মান ক্রিকেট শক্তি নেপাল।

শনিবার (২৭ সেপ্টেম্বর) শারজাহ’তে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে নেপাল। জবাবে পুরো ২০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১২৯ রানের বেশি তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

আইসিসির পূর্ণ সদস্য দেশের বিরুদ্ধে এটি নেপালের প্রথম জয়। এর আগে ২০১৪ সালে আফগানিস্তানের বিরুদ্ধে জয় পেলেও তারা তখন টেস্ট স্ট্যাটাস পায়নি। এটি নেপালের জন্য প্রথম দ্বিপাক্ষিক সিরিজ যেখানে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে মাঠে নেমেছিল এবং প্রথম ম্যাচেই তারা জয় নিশ্চিত করল।

নেপালের অধিনায়ক রোহিত পাউড়েল ও কুশল মল্লা ছিলেন দলের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। পাউড়েল ৩৫ বল খেলে ৩৮ রান করে এবং মল্লা ২১ বল খেলে ৩০ রান সংগ্রহ করেন। গুলশান ঝাঁ ১৬ বলে ২২ ও দিপেন্দ্র সিং এইরি ১৯ বলে ১৭ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জেসন হোল্ডার ৪ ওভারে ২০ রানে ৪ উইকেট নেন, নাভিন বিদাইসি ২৯ রান খরচ করে ৩টি উইকেট শিকার করেন, এবং আকিল হোসেন ১ উইকেট লাভ করেন।

ব্যাট করতে নেমে ক্যারিবীয়রা শুরু থেকেই উইকেট হারাতে থাকে। মাত্র ৯৪ রানেই তাদের ৭ উইকেট পড়ে যায়। আমির জাঙ্গু ১৯, আকিম অগুস্তে ১৫, কেসি কার্টি ১৬ ও বিদাইসি ২২ রান করে আউট হন। শেষ দিকে ফাবিয়ান অ্যালেন (১৪ বলে ১৯) ও আকিল (৯ বলে ১৮) চেষ্টা করলেও দলকে জয়ের পথে নিয়ে যেতে পারেননি।

নেপালের বোলিংয়ে কুশল ভুরতেল ৪ ওভারে ১৭ রানে ২ উইকেট নেন। এছাড়া এইরি, করন কেসি, নন্দন যাদব, ললিত রাজবংশী ও পাউড়েল ১টি করে উইকেট শিকার করেন।

You may also like

Leave a Comment