Home বিনোদনছেলের জন্মদিনে ফেসবুকে আবেগী বার্তা দিলেন অপু বিশ্বাস

ছেলের জন্মদিনে ফেসবুকে আবেগী বার্তা দিলেন অপু বিশ্বাস

by Akash
০ comments

ঢালিউড কুইন অপু বিশ্বাস ও মেগাস্টার শাকিব খানের একমাত্র ছেলে আব্রাম খান জয়-এর আজ জন্মদিন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় জয়। দেখতে দেখতে নয়টি বছর পেরিয়ে আজ সে দশে পা রাখলো। বিশেষ এই দিনে ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন অপু বিশ্বাস।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত পেরিয়ে ১২টা বাজতেই ফেসবুকে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। সঙ্গে আপলোড করেন দুটি ছবি—একটিতে মা-ছেলেকে একসঙ্গে সোফায় বসা অবস্থায় দেখা যায়, অন্যটিতে রয়েছে জন্মদিনের কেক। ক্যাপশনে জয়কে উদ্দেশ করে অপু লেখেন, ‘‘শুভ জন্মদিন, আমার প্রিয়। তোমার হাসি, তোমার সরলতা—সবকিছুই আমার কাছে অমূল্য।”

অপু বিশ্বাস আরও যোগ করেন, ‘‘তোমার স্বপ্নগুলো সত্যি হোক। মা তোমাকে অনেক ভালোবাসি, এখন এবং চিরকাল।”

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব খান ও অপু বিশ্বাস। দীর্ঘ আট বছর গোপন সংসারের পর ২০১৬ সালে জয় জন্ম নিলে অপু বিশ্বাস সংবাদমাধ্যমে তাদের বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আনেন।

You may also like

Leave a Comment