নিউইয়র্কের রাস্তায় ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নেওয়ায় এবং মার্কিন সৈন্যদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশ অমান্য করার আহ্বান জানানোর প্রতিক্রিয়ায় কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ভিসা বাতিল করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
শনিবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, “পেত্রোর বেপরোয়া ও উসকানিমূলক কর্মকাণ্ডের কারণে আমরা তার ভিসা বাতিল করব।”
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে হাজার হাজার ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের সঙ্গে বিক্ষোভে যোগ দিয়েছেন তিনি। এসময় তাকে বক্তৃতা দিতে দেখা যায়।
বিক্ষোভ সমাবেশে গুস্তাভো পেত্রো বলেন, “আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সব সৈন্যদের জনগণের দিকে বন্দুক তাক না করার জন্য অনুরোধ করছি। ট্রাম্পের আদেশ অমান্য করুন। মানবতার আদেশ মেনে চলুন!”
যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের হুমকির খবরে পেত্রোর অফিস বা কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সের প্রশ্নের জবাবে তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।
এর আগে, গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে পেত্রো ট্রাম্পের তীব্র সমালোচনা করে বলেন, মার্কিন নেতা গাজায় ‘গণহত্যার সাথে জড়িত’। একই সঙ্গে ক্যারিবিয়ান জলসীমায় সন্দেহভাজন মাদকবাহী নৌকায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার জন্য ‘ফৌজদারি মামলা’ করার আহ্বান জানান।
গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পেত্রো ইসরায়েলের কড়া সমালোচক। ২০২৪ সালের মে মাসে পেত্রো ঘোষণা দেন, কলম্বিয়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে। তিনি ইসরায়েলি নেতৃত্বকে ‘গণহত্যাকারী’ আখ্যায়িত করেন।
