পিআর পদ্ধতি ও জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কালিবাড়ি মোড়, টি.এ রোড এবং হাসপাতাল রোডসহ শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি আমিনুল ইসলাম, সহ-সম্পাদক অধ্যাপক জুনাইদ হাসানসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুরোপুরি বাস্তবায়নে ফ্যাসিবাদী প্রথা দূর করে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। তারা অভিযোগ করেন যে, একটি মহল আওয়ামী লীগের কায়দায় নির্বাচন করার স্বপ্ন দেখছে, যা দেশের জনগণ আর মেনে নেবে না।
বক্তারা আরও বলেন, অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনূস জনগণকে ফ্যাসিবাদী শক্তির বিচার, পাচার হওয়া টাকা ফেরত আনা এবং সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু অভিযোগ উঠেছে যে, তাঁর চারপাশের কিছু লোক বিশেষ একটি দলের ‘পকেটে ঢুকে গেছে’।
সমাবেশ থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচারের পাশাপাশি জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানানো হয়। একইসাথে, জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান জামায়াতের নেতারা।
