গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামের আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহত ফায়ারকর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, “দগ্ধদের সুচিকিৎসায় কোনও অবহেলা হবে না। তাদের দ্রুত সুস্থতার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।”
জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন জানান, দগ্ধদের চিকিৎসায় একটি বিশেষ মনিটরিং টিম সর্বদা কাজ করবে।
দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীরা হলেন—
ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম (৪২% দগ্ধ)
ফায়ার ফাইটার শামীম আহমেদ (১০০% দগ্ধ)
ফায়ার ফাইটার মো. নূরুল হুদা (১০০% দগ্ধ)
ফায়ার ফাইটার মো. জয় হাসান (৫% দগ্ধ)
এছাড়া কেমিক্যাল গুদামের কর্মচারী আল আমিন বাবু (৯৫% দগ্ধ) ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন আছেন।
উল্লেখ্য, সোমবার টঙ্গীর সাহারা মার্কেটে একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে চার ফায়ারকর্মী ও একজন শ্রমিক দগ্ধ হন।
