Home আন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ বাড়াতে চায় মস্কো

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ বাড়াতে চায় মস্কো

by Akash
০ comments

রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, নিউ স্টার্ট চুক্তির অধীনে নির্ধারিত প্রধান সংখ্যাগত সীমাবদ্ধতাগুলো আরও এক বছরের জন্য মানতে প্রস্তুত মস্কো।

চুক্তি অনুযায়ী, প্রতিটি পক্ষ মোতায়েন করতে পারবে সর্বোচ্চ ১,৫৫০ কৌশলগত পারমাণবিক ওয়ারহেড এবং ৭০০ ডেলিভারি ভেহিকল—যার মধ্যে মিসাইল, সাবমেরিন ও বোমারু বিমান অন্তর্ভুক্ত। পুতিনের ভাষ্যে, এ প্রস্তাব বৈশ্বিক পরমাণু বিস্তার রোধে ইতিবাচক ভূমিকা রাখতে পারে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনার পথ খুলে দিতে সক্ষম।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট প্রস্তাবটিকে ‘খুবই ভালো’ বলে অভিহিত করেছেন। তবে তিনি উল্লেখ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেবেন।

বিশ্লেষকদের আশঙ্কা, সীমাবদ্ধতাগুলো কার্যকর না থাকলে উভয় দেশই কৌশলগত অস্ত্র মোতায়েন বাড়াতে পারে, যা নতুন অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি তৈরি করবে। পুতিন স্পষ্ট করে জানিয়েছেন, এই পদক্ষেপ তখনই কার্যকর হবে যদি যুক্তরাষ্ট্রও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকে এবং প্রতিরোধক্ষমতার ভারসাম্য নষ্ট করে এমন পদক্ষেপ থেকে বিরত থাকে।

বিশ্বের বৃহত্তম পরমাণু অস্ত্রভাণ্ডারের মালিক রাশিয়া ও যুক্তরাষ্ট্রের জন্য এই চুক্তিকে এখনও কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখার শেষ কাঠামো হিসেবে দেখা হচ্ছে।

You may also like

Leave a Comment