Home আন্তর্জাতিকগাজায় নিহত আরও ৩৭, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স

গাজায় নিহত আরও ৩৭, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স

by Akash
০ comments

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। জাতিসংঘের সদর দফতরে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এই ঘোষণা দেন। এর আগে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল একই স্বীকৃতি দেয়। পশ্চিমা দেশগুলোর মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ধারা ক্রমেই বিস্তৃত হচ্ছে।

ম্যাক্রোঁ বলেন, “এখনই সময় গাজায় যুদ্ধ বন্ধ করার এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্ত করার।” তিনি আরও বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা নিন্দনীয় হলেও তা কোনোভাবেই চলমান যুদ্ধকে বৈধতা দিতে পারে না। শান্তির একমাত্র পথ দুটি রাষ্ট্র গঠন। ফ্রান্সের প্রেসিডেন্ট আরও জানান, স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও সুইডেনও শিগগিরই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে।

বর্তমানে জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৫০টিরও বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

এদিকে ফ্রান্সের এই ঘোষণার মধ্যেই গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। সোমবার বিভিন্ন এলাকায় হামলায় নিহত হয়েছেন অন্তত ৩৭ জন ফিলিস্তিনি। গত দুই বছরে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ৬৫ হাজারের বেশি মানুষ, আহত হয়েছেন এক লাখ ৬৬ হাজারেরও বেশি। নিহতদের মধ্যে প্রায় ২০ হাজার শিশু রয়েছে বলে জানিয়েছে শিশু অধিকার সংগঠন সেভ দ্য চিলড্রেন।

জাতিসংঘের স্যাটেলাইট সেন্টারের তথ্যমতে, গাজায় এখন পর্যন্ত প্রায় ৮০ শতাংশ ভবন ধ্বংস হয়েছে। ধ্বংস হয়েছে ২ লাখ ৪৭ হাজারের বেশি স্থাপনা, যার মধ্যে রয়েছে হাসপাতাল ও স্কুলও।

এমন সময় ইসরায়েল পশ্চিম তীরের কিছু অংশ দখলের পরিকল্পনা করছে বলে ঘোষণা দিয়েছে। দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ বলেছেন, “ব্রিটেন বা অন্য কোনো দেশ আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে না।” তবে যুক্তরাজ্য এই পরিকল্পনার কড়া সমালোচনা করেছে।

বিশ্লেষকদের মতে, পশ্চিমা দেশগুলোর একের পর এক স্বীকৃতি দুই রাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়াকে নতুন গতি দিতে পারে। তবে গাজার অনেক বাসিন্দা মনে করছেন, স্বীকৃতি পেলেও বাস্তবে সহিংসতা থামছে না।

You may also like

Leave a Comment