Home আন্তর্জাতিকধেয়ে আসছে সুপার টাইফুন ‘রাগাসা’, হংকংয়ে বিমানবন্দর-স্কুল বন্ধ ঘোষণা

ধেয়ে আসছে সুপার টাইফুন ‘রাগাসা’, হংকংয়ে বিমানবন্দর-স্কুল বন্ধ ঘোষণা

by Akash
০ comments

হংকংয়ের দিকে দ্রুতগতিতে ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘রাগাসা’। সোমবার (২২ সেপ্টেম্বর) সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য জানিয়েছে।

টাইফুন মোকাবিলায় হংকং প্রশাসন একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। এর অংশ হিসেবে হংকং আন্তর্জাতিক বিমানবন্দর মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত মোট ৩৬ ঘণ্টা বন্ধ থাকবে। এ সময়ে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। টার্মিনাল খোলা থাকলেও বিপুলসংখ্যক ফ্লাইট বিলম্বিত বা বাতিল হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হংকং অবজারভেটরি সোমবার দুপুরে ১ নম্বর টাইফুন সংকেত জারি করে, যা রাতে ৩ নম্বরে উন্নীত হয়। মঙ্গলবার দুপুর ১টা থেকে ৪টার মধ্যে সংকেত নম্বর ৮ জারি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে হংকং সরকার মঙ্গলবার ও বুধবার দুই দিন দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও কিন্ডারগার্টেন স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

রাগাসার নাম ফিলিপিনো শব্দ ‘দ্রুতগতি’ থেকে নেওয়া। সোমবার ভোরে এটি লুজোন প্রণালী অতিক্রম করে। টাইফুনের কেন্দ্রস্থলে বাতাসের গতি ঘণ্টায় ২৩০ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া পর্যবেক্ষক চয় চুন-উইং বলেছেন, রাগাসার পরিসর ও গতি এতটাই প্রবল যে এটি সরাসরি আঘাত না করলেও হংকং ও গুয়াংডং উপকূলে বড় ধরনের ঝুঁকি তৈরি করবে। এমনকি ২০১৮ সালের মাংখুতের চেয়েও বেশি ক্ষতি হতে পারে।

টাইফুনের প্রভাবে সমুদ্রের জোয়ারে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। তলো হারবারে জোয়ারের উচ্চতা ৪ থেকে ৫ মিটার পর্যন্ত পৌঁছাতে পারে, যা রেকর্ড পর্যায়ে ধরা হচ্ছে। নিম্নাঞ্চলীয় এলাকা যেমন লেই ইউ মুন, হেং ফা চুয়েন, তুয়েন মুনের গ্রাম ও তাই ও এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে।

হংকংয়ের প্রধান নির্বাহী জন লি কা-চিউ জানিয়েছেন, সিকিউরিটি ব্যুরোকে ইতোমধ্যেই জরুরি মনিটরিং ও সাপোর্ট সেন্টার সক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছে। সকল মন্ত্রী ও বিভাগীয় প্রধানদের প্রস্তুতি জোরদারের আহ্বান জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকালে টাইফুনটি হংকংয়ের সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছাবে। ফলে নাগরিকদের দ্রুত প্রস্তুতি নিতে বলা হয়েছে।

You may also like

Leave a Comment