Home অর্থনীতিজুলাই-অগাস্টে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ২১%

জুলাই-অগাস্টে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ২১%

by Akash
০ comments

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-অগাস্ট) দেশে রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময়ে রাজস্ব আদায় আগের বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৯৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা।

তবে এ প্রবৃদ্ধি সত্ত্বেও নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। জুলাই-অগাস্টের জন্য লক্ষ্যমাত্রা ছিল ৬১ হাজার ২৬ কোটি টাকা, যা থেকে প্রায় ৬ হাজার ৫৭৭ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে।

ভ্যাট খাত: সর্বোচ্চ রাজস্ব আদায় হয়েছে ভ্যাট থেকে। এ খাতের প্রবৃদ্ধি হয়েছে ৩৩ দশমিক ১৩ শতাংশ। আদায় হয়েছে ২২ হাজার ৪৩৭ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রা (২১ হাজার ৪০৯ কোটি টাকা) ছাড়িয়ে গেছে।

কাস্টমস খাত: আদায় হয়েছে ১৭ হাজার ২৪৮ কোটি টাকা, প্রবৃদ্ধি ৬ দশমিক ৬১ শতাংশ। তবে লক্ষ্যমাত্রা ছিল ২০ হাজার ২১১ কোটি টাকা।

আয়কর খাত: প্রবৃদ্ধি হয়েছে ২৩ দশমিক ০৯ শতাংশ। এ খাতে আদায় হয়েছে ১৪ হাজার ৭৩৮ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রা ১৯ হাজার ৩৭৯ কোটি টাকার চেয়ে কম।

https://drive.google.com/file/d/12z6WbeAd1-8iwpNs0vq4-sDNzLHDJGNH/preview

একক মাসের চিত্র (অগাস্ট ২০২৪)
অগাস্ট মাসে এককভাবে রাজস্ব আদায় হয়েছে ২৭ হাজার ১৭৪ কোটি টাকা, প্রবৃদ্ধি ১৭ দশমিক ৬৯ শতাংশ।

চলতি অর্থবছরের বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। এর মধ্যে জুলাই-অগাস্টে অর্জিত প্রবৃদ্ধি ইতিবাচক হলেও, লক্ষ্যমাত্রা পূরণে এখনও বড় ঘাটতি রয়েছে বলে জানিয়েছে এনবিআর।

You may also like

Leave a Comment