Home আন্তর্জাতিকআফগানিস্তানকে ‘খারাপ পরিণতি’ ভোগ করার হুঁশিয়ারি ট্রাম্পের

আফগানিস্তানকে ‘খারাপ পরিণতি’ ভোগ করার হুঁশিয়ারি ট্রাম্পের

by Akash
০ comments

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তারা যুক্তরাষ্ট্রকে বাগরাম বিমানঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ ফিরিয়ে না দেয়, তবে ‘খারাপ পরিণতি’ ঘটতে পারে।

শনিবার (২০ সেপ্টেম্বর) তিনি তার ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্টে এক পোস্টে এই সতর্কবার্তা দেন। ট্রাম্প লিখেছেন, ‘বাগরাম এয়ারবেস যারা তৈরি করেছে, আফগানিস্তান যদি সেই দেশের হাতে এটি না ফিরিয়ে দেয়, তাহলে খারাপ কিছু ঘটবে।’

ট্রাম্প এর আগে সাংবাদিকদের জানিয়েছিলেন, ওয়াশিংটন ইতিমধ্যেই আফগানিস্তানের সঙ্গে ঘাঁটিটি পুনরুদ্ধারের বিষয়ে কথা বলছে। তিনি বলেন, ‘আমরা চাই এটি দ্রুত ফেরত দেওয়া হোক। যদি তারা না দেয়, তাহলে শিগগিরই আপনারা জেনে যাবেন আমি কী করব।’ তবে মার্কিন সেনারা আবার ঘাঁটিটি দখলে যাবে কিনা, সে বিষয়ে তিনি স্পষ্টভাবে কিছু বলেননি।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর বাগরাম ছিল আফগানিস্তানে মার্কিন সেনাদের প্রধান ঘাঁটি। দুই দশকের যুদ্ধ চলাকালীন এখানে ফাস্টফুড রেস্টুরেন্ট, দোকানপাট এবং একটি বিশাল কারাগার পর্যন্ত ছিল। ২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান এই ঘাঁটি দখলে নেয়।

তবে বর্তমান এবং সাবেক মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, আবারও বাগরাম ঘাঁটি দখল করা কার্যত আফগানিস্তানকে পুনরায় দখলের মতো হবে। এতে ১০ হাজারেরও বেশি সেনা, উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিশাল সামরিক সরঞ্জামের প্রয়োজন পড়বে। এমনকি তালেবান এই ঘাঁটি নিয়ন্ত্রণে মার্কিন প্রশাসনকে অনুমতি দিলেও ইসলামিক স্টেট এবং আল কায়েদার হামলা ঠেকানো কঠিন হবে। পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকিও থাকবে।

সূত্র: রয়টার্স

You may also like

Leave a Comment