Home আন্তর্জাতিকভেনেজুয়েলায় সন্দেহভাজন একটি মাদকবাহী নৌকায় মার্কিন হামলায় ৩ জন নিহত হয়েছে

ভেনেজুয়েলায় সন্দেহভাজন একটি মাদকবাহী নৌকায় মার্কিন হামলায় ৩ জন নিহত হয়েছে

by Akash
০ comments

সন্দেহভাজন আরেকটি মাদকবাহী নৌযানে প্রাণঘাতী হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। এতে নৌযানে থাকা অন্তত তিনজন নিহত হয়েছেন। ঘটনাটি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, নৌযানটি যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল এবং পরিচিত এক পাচারপথ ব্যবহার করে অবৈধ মাদক আমদানি করার চেষ্টা করছিল। তাঁর দাবি, হামলার উদ্দেশ্য ছিল আমেরিকায় পৌঁছানোর আগেই অবৈধ মাদক পরিবহন বন্ধ করা।

ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ডের আওতাভুক্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়েছে। এই কমান্ড দক্ষিণ ও মধ্য আমেরিকার ৩১টি দেশ এবং ক্যারিবীয় অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় যে নৌযানটি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। হামলায় জাহাজে থাকা তিনজন পুরুষ নিহত হন, তবে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি।

তিনি আরও উল্লেখ করেন, ঘটনাটি আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে। ট্রাম্পের ভাষ্যমতে, গত কয়েক সপ্তাহে ভেনেজুয়েলার সন্দেহভাজন নৌযানের ওপর এটি যুক্তরাষ্ট্রের তৃতীয় হামলা। এর আগে চলতি মাসে মাদকপাচারের অভিযোগে ভেনেজুয়েলা থেকে যাত্রা করা আরও দুটি নৌযানে হামলা চালানো হয়েছিল।

এদিকে, সর্বশেষ এ হামলা নিয়ে ভেনেজুয়েলার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। দেশটির সরকার বা সেনাবাহিনী এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
তথ্যসূত্র: বিবিসি

You may also like

Leave a Comment