Home আন্তর্জাতিকপর্তুগালও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে

পর্তুগালও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে

by Akash
০ comments

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার তালিকায় এবার যুক্ত হচ্ছে ইউরোপের আরেকটি দেশ পর্তুগাল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল রবিবার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হবে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক সরকারি বিবৃতিতে জানানো হয়, রবিবার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে পর্তুগাল। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, আগামী সপ্তাহে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার আগেই এই ঘোষণা দেওয়া হচ্ছে। উদ্দেশ্য হলো—ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সমর্থনকে আরও জোরদার করা।

পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‍্যাঙ্গেল চলতি সপ্তাহে যুক্তরাজ্য সফরের সময়ই ইঙ্গিত দিয়েছিলেন যে, দেশটি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। অবশেষে শুক্রবার মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ঘোষণায় সেই সম্ভাবনা নিশ্চিত হয়।

এর আগে ২০২৪ সালের মে মাসে প্রতিবেশী স্পেনের বামপন্থি সরকার, পাশাপাশি আয়ারল্যান্ড ও নরওয়ে, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল। তখন স্পেন অন্যান্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দেশগুলোকেও একই পথে হাঁটার আহ্বান জানায়। তবে সেই সময় পর্তুগাল অপেক্ষাকৃত সতর্ক অবস্থান নেয়।

ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্যদেশের মধ্যে এখনো মাত্র কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে রয়েছে কিছু সাবেক কমিউনিস্ট রাষ্ট্র, সুইডেন এবং সাইপ্রাস। ফলে পর্তুগালের সিদ্ধান্ত ফিলিস্তিনের প্রতি ইউরোপের অবস্থানকে আরও স্পষ্ট করবে বলে মনে করা হচ্ছে।

একই সঙ্গে আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। এর মধ্যে রয়েছে—যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম ও লুক্সেমবার্গ।

তথ্যসূত্র : আল-জাজিরা

You may also like

Leave a Comment