শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসককে ‘আপু’ সম্বোধন করায় উত্তেজিত হয়ে এক রোগীর অভিভাবককে কক্ষ থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।
অভিযোগকারী কাজী মাসুম জানান, তাঁর ছোট মেয়ে জান্নাতুল ফেরদৌস মামিয়াকে (পেটব্যথা) নিয়ে দুপুরে হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক অনন্যা জরুরি কিছু ওষুধ লেখেন। ওষুধগুলো হাসপাতালে না পেয়ে বাইরে খুঁজতে গিয়ে একটি ওষুধ না পাওয়ায় তিনি আধা ঘণ্টা পর ফের কক্ষে যান। তখন অনন্যার স্থলে দায়িত্বে থাকা ডা. মারজিয়া খাতুনকে প্রেসক্রিপশন দেখিয়ে ‘আপু’ বলে সম্বোধন করেন।
কাজী মাসুমের দাবি, এই সম্বোধন শুনে ক্ষুব্ধ হয়ে ডা. মারজিয়া বলেন, “আমাকে আপু ডাকছেন কেন? আমি মেডিকেল অফিসার। বের হয়ে যান আমার রুম থেকে।” এরপর কয়েক দফা ধমক দিয়ে তাকে বের করে দেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে ডা. মারজিয়া সংবাদকর্মীদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান এবং বলেন, তিনি শুধু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন।
হাসপাতালের আরএমও ডা. তাহেরাতুল আশরাফি জানান, বিষয়টি তিনি শুনেছেন। হয়তো ভুলক্রমে এমন কথা বলা হয়ে থাকতে পারে। তবে অফিসিয়াল অভিযোগ জানালে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে উপস্থিত অনেক রোগী ও স্বজনরা অভিযোগ করেন, শুধু ডা. মারজিয়া নয়, হাসপাতালের বেশির ভাগ চিকিৎসকই রোগী ও তাদের অভিভাবকদের সঙ্গে অপ্রত্যাশিত আচরণ করেন।
জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন বলেন, “এ ধরনের ঘটনা দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। হাসপাতালের রোগীদের সঙ্গে খারাপ ব্যবহার করার সুযোগ নেই। বিষয়টি নিয়ে আমি হাসপাতালের তত্ত্বাবধায়ককে সঙ্গে কথা বলেছি।”
