Home আন্তর্জাতিকইসরায়েলের ওপর ইইউয়ের নিষেধাজ্ঞা নিয়ে স্পেন-জার্মানির বৈঠক

ইসরায়েলের ওপর ইইউয়ের নিষেধাজ্ঞা নিয়ে স্পেন-জার্মানির বৈঠক

by The Desh Bangla
০ comments

অবরুদ্ধ গাজা উপত্যকা পরিস্থিতি নিয়ে মাদ্রিদে বৈঠকে বসেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস। বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল ইসরায়েলের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের সম্ভাব্য নিষেধাজ্ঞা। 

জার্মান চ্যান্সেলর ম্যার্ৎস বৈঠকে স্বীকার করেছেন, গাজা প্রশ্নে স্পেন ও জার্মানির মধ্যে স্পষ্ট মতপার্থক্য রয়েছে। তিনি জানান, ইইউ-এর একাধিক দেশ ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আনতে চাইছে, তবে জার্মানি এখনো তা প্রতিরোধ করছে। তার ভাষায়, “আমরা ইসরায়েলের পাশে আছি, তবে গাজায় তাদের সামরিক বাহিনী অসামঞ্জস্যপূর্ণ আচরণ করছে।”

ম্যার্ৎস আরও বলেন, ইসরায়েলি সরকারের সমালোচনা অবশ্যই করা যেতে পারে, তবে সমালোচনার নামে যেন ইহুদি-বিদ্বেষ ছড়ানো না হয়।

অন্যদিকে, বামপন্থী সানচেজ সরকার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ও তাদের সামরিক কার্যকলাপের তীব্র সমালোচনা অব্যাহত রেখেছে। সানচেজ গাজায় ‘জেনোসাইড’ হয়েছে বলে দাবি করেন এবং আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চ থেকে ইসরায়েলকে বাদ দেওয়ার আহ্বান জানান।

স্পেন ২০২৪ সালে ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও জার্মানি সে পথে হাঁটবে না বলে স্পষ্ট করে দিয়েছেন ম্যার্ৎস।

সূত্র: ডয়চে ভেলে

You may also like

Leave a Comment