দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ পূর্ব তিমুরে এমপিদের আজীবন পেনশন ভাতা ও বিলাসবহুল গাড়ি দেওয়ার পরিকল্পনার বিরুদ্ধে তরুণদের আন্দোলন অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই বিক্ষোভে রাজধানী দিলিতে এখনো অন্তত দুই হাজার তরুণ সড়কে অবস্থান করছেন।
প্রথমদিন আন্দোলনকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন এবং একটি সরকারি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এর মধ্যে সরকার আজীবন ভাতা ও নতুন গাড়ি কেনার পরিকল্পনা বাতিল ঘোষণা করলেও বিক্ষোভ থামেনি।

সংসদ সদস্যরা ৬৫ জন এমপির জন্য নতুন টয়োটা প্রাডো এসইইউভি কেনার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেও আন্দোলনকারীরা অবসরপ্রাপ্ত এমপিদের জন্য আজীবন ভাতা বাতিলের দাবিতে রাস্তায় রয়েছেন।
প্রতিবাদকারীরা অভিযোগ করেছেন, এমপিরা নিজেদের জন্য অপ্রয়োজনীয় সুবিধা নিচ্ছেন অথচ জনগণ শিক্ষা, পানি ও স্যানিটেশন সুবিধা থেকে বঞ্চিত। আন্দোলনের নেতা সেজারিও সেজার বলেন, “মানুষ এমপিদের ফাঁকা প্রতিশ্রুতি শুনতে শুনতে ক্লান্ত। নতুন গাড়ি কেনার সিদ্ধান্ত সেই ক্ষোভকে আরও তীব্র করেছে।”
প্রতিবাদকারীদের মধ্যে একজন শিক্ষার্থী জানান, আগের গাড়িগুলো এখনো ভালো অবস্থায় রয়েছে। তাই নতুন গাড়ি কেনার সিদ্ধান্তকে জনগণের করের টাকার অপচয় হিসেবে দেখছেন তারা। অন্যদিকে বিক্ষোভে অংশ নেওয়া ৪২ বছর বয়সী ট্রিনিটো গায়ো বলেন, “গুঞ্জন উঠেছে গাড়িগুলো এরই মধ্যে পথে রয়েছে। এজন্যই আমরা সবাই রাস্তায় নেমেছি।”
সূত্র: বিবিসি
