Home বিনোদনবাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির

বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির

by The Desh Bangla
০ comments

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে শিগগিরই ঢাকায় আসবেন তিনি। ঢাকায় অবস্থানকালে বেশ কয়েকটি বিশেষ আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে এই জনপ্রিয় তারকার।

আয়োজক সূত্র জানায়, হানিয়া আমির দীর্ঘদিন ধরে পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। সম্প্রতি বাজারে এসেছে সানসিল্কের নতুন ‘ব্ল্যাক শাইন’ ফর্মুলা। এর প্রচারণার অংশ হিসেবেই তাঁর এই বাংলাদেশ সফর।

হানিয়া আমির অভিনয়ের মাধ্যমে অল্প সময়েই দক্ষিণ এশিয়ায় বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। জনপ্রিয় নাটক মেরে হামসাফার, ফেরি টেল, দিলরুবা, আনা এবং কাভি মে কাভি তুম তাঁকে এনে দিয়েছে তারকাখ্যাতি। ২০১৬ সালে জনান চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। রোমান্টিক, কমেডি ও চরিত্রাভিনয়—সব ক্ষেত্রেই তিনি প্রশংসিত।

বাংলাদেশেও রয়েছে তাঁর বিপুলসংখ্যক ভক্ত। ঢাকায় তিনি কোন কোন ইভেন্টে অংশ নেবেন, তা শিগগিরই সানসিল্ক বাংলাদেশের ফেসবুক পেজে জানানো হবে।

You may also like

Leave a Comment