Home আন্তর্জাতিক২৫ সেপ্টেম্বর হোয়াইট হাউসে বৈঠকে বসছেন ট্রাম্প-এরদোগান

২৫ সেপ্টেম্বর হোয়াইট হাউসে বৈঠকে বসছেন ট্রাম্প-এরদোগান

by Akash
০ comments

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আগামী ২৫ সেপ্টেম্বর হোয়াইট হাউসে বৈঠকে বসতে যাচ্ছেন। ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এই খবর জানিয়েছেন।

ট্রাম্প লিখেছেন, ‘আমরা এরদোগানের সঙ্গে বাণিজ্য ও সামরিক খাতে অনেক চুক্তি নিয়ে কাজ করছি। এর মধ্যে রয়েছে বোয়িং বিমান কেনার একটি বড় চুক্তি, গুরুত্বপূর্ণ এফ-১৬ চুক্তি এবং এফ-৩৫ নিয়ে চলমান আলোচনা, যা আমরা ইতিবাচকভাবে শেষ করতে পারব বলে আশা করছি।’

ট্রাম্প আরও লিখেছেন, ‘প্রেসিডেন্ট এরদোগান এবং আমারa সবসময়ই খুব ভালো সম্পর্ক। আমি ২৫ তারিখে তার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি!’ এরদোগান সবশেষ ২০১৯ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউস সফর করেছিলেন। ট্রাম্পের ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত মেয়াদে তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক ঘনিষ্ঠ থাকলেও, একই সময়ে সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক এবং মস্কোর সঙ্গে আঙ্কারার ঘনিষ্ঠতার কারণে দ্বিপাক্ষিক সম্পর্ক টানাপোড়েনপূর্ণ ছিল।

২০১৯ সালে রুশ এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় তুরস্ক ট্রাম্প প্রশাসনকে ক্ষুব্ধ করেছিল। এর প্রতিক্রিয়ায় ওয়াশিংটন তুরস্কের কাছে পরিকল্পিত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি বাতিল করে এবং বিমানটির যৌথ উৎপাদন কর্মসূচি থেকেও তুরস্ককে বের করে দেয়। পরবর্তীতে তুরস্ক এফ-১৬ যুদ্ধবিমান কেনার জন্য একটি চুক্তিতে সম্মত হয়েছিল। এই খবরটি যুগান্তরের সূত্রে প্রকাশিত হয়েছে।

সূত্র: ডেইলি সাবাহ

You may also like

Leave a Comment