জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে লড়াই এখন চরম উত্তেজনাকর পর্যায়ে পৌঁছেছে। ১৮টি কেন্দ্রের ফলাফল শেষে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলামের চেয়ে মাত্র ৩২ ভোটে এগিয়ে রয়েছেন।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাকিব পেয়েছেন ২ হাজার ১৬৩ ভোট এবং রিয়াজুল ইসলাম পেয়েছেন ২ হাজার ১৩১ ভোট।
ব্যবধান কমিয়ে আনল ৩ বিভাগ
বুধবার (৭ জানুয়ারি) সকালে ১৪টি কেন্দ্রের ঘোষিত ফলাফল প্রকাশ পর্যন্ত রাকিব ২৪৯ ভোটে এগিয়ে থাকলেও পরবর্তী কেন্দ্রগুলোর ফলাফলে রিয়াজুল ইসলাম ব্যবধান কমিয়ে আনেন। বিশেষ করে পরিসংখ্যান বিভাগে রিয়াজুল ১৯০ ভোট ও রাকিব ৯৪ ভোট পাওয়ায় লড়াই জমে ওঠে। এছাড়া সমাজবিজ্ঞান বিভাগে রিয়াজুল ১৮৩ (রাকিব ১২৯) এবং আইন ও ভূমি প্রশাসন কেন্দ্রে রিয়াজুল ১৫২ (রাকিব ১৩৭) ভোট পাওয়ায় ব্যবধান নাটকীয়ভাবে কমে আসে।
জিএস ও এজিএস পদের ফলাফল
ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই হলেও জিএস ও এজিএস পদে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। ছাত্র শিবিরের জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ ১ হাজার ৫৮৭ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরার (৭৯৩ ভোট) চেয়ে অনেকটা এগিয়ে আছেন। এজিএস পদেও শিবিরের মাসুদ রানা ১ হাজার ৪৬৬ ভোট নিয়ে এগিয়ে রয়েছেন। যেখানে ছাত্রদলের আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১ হাজার ২৯৭ ভোট।
বিভাগভিত্তিক প্রাপ্ত ভোট
এর আগে প্রথম ১৪ কেন্দ্রের ফলাফলে ভিপিপ্রার্থী রাকিব ভূগোলে ৯১, নৃবিজ্ঞানে ১১৮, লোক প্রশাসনে ১৩২, ফার্মেসিতে ৫৩, ফিন্যান্সে ২৩১, সিএসইতে ৯৪ এবং বোটানি বিভাগে ২১৬ ভোটসহ বিভিন্ন বিভাগে আধিপত্য দেখিয়েছিলেন। অন্যদিকে রিয়াজুল ইসলাম মার্কেটিংয়ে ২০০, প্রাণিবিদ্যায় ১২৮ এবং দর্শনে ১১১ ভোট পেয়ে লড়াইয়ে টিকে থাকেন। তবে পরিসংখ্যান ও সমাজবিজ্ঞানের বড় ব্যবধান রিয়াজুলকে জয়ের কাছাকাছি নিয়ে এসেছে।
এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে মঙ্গলবার রাতে প্রায় ৫ ঘণ্টা ভোট গণনা স্থগিত ছিল। রাত পৌনে ১টার দিকে ম্যানুয়াল ও মেশিন উভয় পদ্ধতিতে পুনরায় গণনা শুরু হয়। বুধবার সকাল সাড়ে ৭টা থেকে ফল ঘোষণা শুরু করে নির্বাচন কমিশন। এখনো ২৫টি কেন্দ্রের ভোট গণনা বাকি থাকায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।
