Home রাজনীতি১৭ বছর পর নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান

১৭ বছর পর নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান

by The Desh Bangla
০ comments

দীর্ঘ ১৭ বছর পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ৩টায় গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশে রওনা হন তারেক রহমান। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল ৪টায় পৌঁছান তিনি। সেখানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ফুল দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানান।

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আজ এখানে কোনো অনুষ্ঠান নেই। রাস্তা বন্ধ রাখলে সাধারণ মানুষের চলাফেরায় অসুবিধা হবে। তাই আমরা চেষ্টা করব রাস্তাটি যত দ্রুত সম্ভব খুলে দেওয়ার জন্য, যাতে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে।’

তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, আপনাদের সাথে যখন কর্মসূচি দিব—তখন বক্তব্য রাখব। সকলে দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি ও দোয়া করি যে সবাই সুস্থ ও ভালো থাকেন। আমাদের যার যতটুকু অবস্থান আছে, সেখান থেকে আসুন আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি।’

You may also like

Leave a Comment