অসাধারণ বোলিং নৈপুণ্যই বদলে দিয়েছিল ম্যাচের চিত্র। মাত্র ৮০ রানে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে অলআউট করে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিন উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এক ওভার হাতে রেখেই লক্ষ্য স্পর্শ করে সিরিজে ১-১ সমতা ফেরায় স্বাগতিক কিশোরীরা।
টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের শুরুটাই ছিল বিপর্যয়কর। মাত্র ৭ রানে বিদায় নেন ওপেনার অতশী মজুমদার। দ্বিতীয় উইকেটে ৩১ রানের জুটি গড়লেও জারিন তাসনিম লাবণ্যের নিখুঁত লাইন-লেংথে ভেঙে যায় প্রতিরোধ। এরপর হাবিবা ইসলাম পিংকির গতি ও ধারালো বোলিংয়ে আরও চাপে পড়ে সফরকারীরা।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন কোমাল খান। জুফিশান আয়াজ ও রাভাইল ফারহান যোগ করেন যথাক্রমে ১৭ ও ১৫ রান। কিন্তু চার উইকেট শিকার করে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামানোর নায়িকা হাবিবা পিংকি।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ—৪ রানেই প্রথম উইকেট। ২৭ রানের জুটি স্বস্তি আনলেও এরপর দ্রুত তিন উইকেট হারিয়ে ৩৬ রানে ৪ উইকেটের চাপের পরিস্থিতিতে পড়ে স্বাগতিকরা।
এ অবস্থায় এক প্রান্ত আগলে রাখেন সুবর্ণা। ধৈর্য ধরে ৩৮ বলে ৩২ রানের মূল্যবান ইনিংস খেলে দলকে লাইনেই রাখেন তিনি। শেষ দিকে সাদিয়া আক্তারের দুটি টানা বাউন্ডারি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তার ব্যাটেই জয় নিশ্চিত করে কিশোরীরা।
এই জয়ে দুই দলের সিরিজ এখন সমতায় (১-১)। ফলে আগামী ম্যাচটি হবে রোমাঞ্চকর সিরিজ নির্ধারণী লড়াই।