Home বিনোদনহানিয়া আমিরকে নিয়ে রোমান্টিকে ফিরছেন শাকিব!

হানিয়া আমিরকে নিয়ে রোমান্টিকে ফিরছেন শাকিব!

by Akash
০ comments

গেল বছর বা তার আগের বছর শাকিব খানকে ‘তুফান’, ‘বরবাদ’, ‘তাণ্ডব’র মতো অ্যাকশন ঘরানার ছবিতেই দেখা গেছে। এমনকি এই নায়কের আসন্ন ছবি ‘প্রিন্স’ও হতে যাচ্ছে অ্যাকশন ঘরানার। নতুন খবর, শাকিব আবার রোমান্টিক ধাঁচের ছবিতে ফিরছেন, যেখানে থাকছেন একজন পাকিস্তানি নায়িকা! কেউ কেউ বলাবলি করছেন, তিনি হলেন এ সময়ের ক্রেজ হানিয়া “আমির।

মেগাহিট ছবি ‘প্রিয়তমা’তে সর্বশেষ শাকিব খানকে রোমান্স করতে দেখে গেছে। ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তির পর তার এই ছবি লগ্নির চেয়েও চারগুণ বেশি সাফল্য আনে। আরশাদ আদনান প্রযোজিত, হিমেল আশরাফ পরিচালিত এক ‘প্রিয়তমা’ দিয়ে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছিল বাংলা সিনেমা, গ্লোবালি বাংলা সিনেমার ব্যবসায়িক নতুন দুয়ার খুলে দেয়। সেখানেও নায়িকা ছিলেন ভিনদেশি।

চলতি বছরেই রোমান্টিক ছবিতে ফিরছেন শাকিব, বিপরীতে পাকিস্তানি কোনো একজন নায়িকা থাকবেন। ইতোমধ্যে কয়েকজনের সঙ্গে যোগাযোগও হয়েছে। এ বছরই ছবিটি মুক্তি পাবে। সূত্র বলছে, হানিয়া আমির বাংলাদেশে আসার আগেই শাকিবের সঙ্গে সিনেমা নিয়ে গত আগস্টেই প্রাথমিক কথাবার্তা হয়েছিল তার। শাকিবের সঙ্গে সিনেমা করতে মৌখিকভাবে হানিয়ার টিম থেকে ব্যাপক আগ্রহ দেখায়।

চুক্তিবদ্ধ না হলেও প্রাথমিকভাবে শাকিব-হানিয়া জুটির সিনেমা করা অনেকটাই চূড়ান্ত ছিল। সূত্র জানাচ্ছে, হানিয়া আমির ধুমধাম আয়োজনে কয়েক মাসের মধ্যে দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সময়সূচি মিললে তাকে শাকিবের সঙ্গে দেখা যাবে। সেই আলোচনা এখনও চলমান। চূড়ান্ত খবর জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

You may also like

Leave a Comment