Home ফিচারহজ নিবন্ধন সময় বাড়ল বৃহস্পতিবার পর্যন্ত, কোটা পূরণে এখনও পিছিয়ে বাংলাদেশ

হজ নিবন্ধন সময় বাড়ল বৃহস্পতিবার পর্যন্ত, কোটা পূরণে এখনও পিছিয়ে বাংলাদেশ

by Akash
০ comments

আগামী বছর যারা হজ করতে সৌদি আরবে যেতে চান, তাদের নিবন্ধনের সময়সীমা একদিন বাড়িয়ে বৃহস্পতিবার (অক্টোবর ১৬, ২০২৫) পর্যন্ত করা হয়েছে।

বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, সরকারি ও বেসরকারি মাধ্যমের হজযাত্রী নিবন্ধনের সময়সীমা ‘বিশেষ বিবেচনায়’ এই পর্যন্ত বাড়ানো হলো। এ সময়ের মধ্যে হজে গমনেচ্ছুদের নিবন্ধন করে তাদের হজ গমন নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে ১২ অক্টোবর হজযাত্রী নিবন্ধনের মূল সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। সৌদি আরবের নির্ধারণ করা কোটা অনুযায়ী, বাংলাদেশ থেকে এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। তবে এই কোটার অর্ধেকও এখনো নিবন্ধন করেননি। বুধবার বেলা ৩টা ১০ মিনিটে দেখা যায়, তখন পর্যন্ত সরকারিভাবে ৩ হাজার ৭৬০ জন এবং বেসরকারি মাধ্যমে ৫১ হাজার ০৮১ জন হজ করার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

এবারের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে প্যাকেজ–১ এর মাধ্যমে হজ পালনে খরচ ধরা হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা, হজ প্যাকেজ-২ এ খরচ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা ও হজ প্যাকেজ-৩ এ খরচ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় যারা হজে যেতে আগ্রহী, তাদের জন্য হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কয়েকটি হজ প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে খাওয়া ও কোরবানিসহ বিশেষ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকা।

এছাড়া সাধারণ প্যাকেজের মাধ্যমে হজ পালনে ব্যয় হবে ৫ লাখ ৫০ হাজার টাকা এবং সাশ্রয়ী হজ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ১০ হাজার টাকা। এছাড়াও বেসরকারি মাধ্যমের জন্য ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকার আরেকটি ‘সাধারণ হজ প্যাকেজ’ নির্ধারণ করা হয়েছিল।

You may also like

Leave a Comment