নারীদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজ (সোমবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ভারতের বিশাখাপত্তনমে ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৩টায় এবং এটি স্টার স্পোর্টস-১ ও টি স্পোর্টস চ্যানেলে দেখা যাবে।
বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা ভালো হলেও, শেষ দুটি ম্যাচে তারা নিজেদের ছন্দ ধরে রাখতে পারেনি।
প্রথম ম্যাচ: পাকিস্তানকে পরাজিত করে।
দ্বিতীয় ম্যাচ: ইংল্যান্ডের কাছে শেষ মুহূর্তে হেরে যায়।
তৃতীয় ম্যাচ: নিউজিল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ করে।
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা তাদের শুরুর ম্যাচে হারলেও, নিউজিল্যান্ড ও ভারতকে দারুণভাবে পরাজিত করে নিজেদের ফেভারিট স্থানে নিয়ে এসেছে।
এখন পর্যন্ত টুর্নামেন্টে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা হলো ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব।
ইংল্যান্ডের বিপক্ষে: মাত্র ১৭৮ রানে ইনিংস শেষ হয়। মাত্র চারজন ব্যাটার দুই অঙ্কের রান করতে পেরেছিলেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে: ২২৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে তারা মাত্র ১২৭ রানে অলআউট হয়ে যায়। এই ম্যাচে ৩৩ রানে ছয় উইকেট হারিয়ে ধস নেমেছিল, যদিও শেষ দিকে ফাহিমা খাতুন (৩৪), নাহিদা আক্তার (১৭) ও রাবেয়া খান (২৫) কিছুটা প্রতিরোধ গড়েন।
রবিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বোলার নাহিদা আক্তার স্বীকার করেন, “স্বীকার করছি, আমাদের ব্যাটিং ভেঙে পড়েছিল। বিষয়টি নিয়ে কোচ ও ব্যাটাররা একসঙ্গে আলোচনা করেছি। দুর্বল দিকগুলো নিয়ে কাজ চলছে। আশা করছি, পরের ম্যাচে আমাদের ব্যাটাররা ঘুরে দাঁড়াবে।”
টপ অর্ডারে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে তিনি জানান, টিম ম্যানেজমেন্ট এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
পয়েন্ট তালিকায় বর্তমানে ষষ্ঠ স্থানে থাকা বাংলাদেশের জন্য সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাহিদা আশাবাদী কণ্ঠে বলেছেন, “আমরা একই পরিকল্পনা নিয়েই নামবো। শুধু যদি লম্বা সময় ব্যাট করতে পারি, তাহলে ম্যাচটা ভালো হবে বলে বিশ্বাস করি।”