১৬
সিলেটের মোগলাবাজার স্টেশনে ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হওয়ায় কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এই দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল।
আজ মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। রেলওয়ে পুলিশের সিলেট নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মোগলাবাজার স্টেশনে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটির লোকোমোটিভসহ বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব জানান, এ ঘটনায় পাঁচ-সাতজন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়। উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নিলে সকাল পৌনে ১০টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
