Home সারাদেশসালমান-আনিসুলসহ ৪ জন নতুন মামলায় গ্রেপ্তার

সালমান-আনিসুলসহ ৪ জন নতুন মামলায় গ্রেপ্তার

by Akash
০ comments

রাজধানীর মিরপুর থানার মাহফুজুর রহমান হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন মোল্যাসহ মোট চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া পুলিশের আবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত দেন।

ওইদিন আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. তরিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে গত বছরের ১৯ জুলাই মিরপুর-১০ এলাকায় শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেন ভুক্তভোগী মাহফুজুর রহমান। ওইদিন বিকেলে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের গুলিতে তার মাথায় গুলি লাগে এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন।

পরবর্তীতে মিরপুর মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় সালমান এফ রহমানকে ৭ নম্বর, আনিসুল হককে ৮ নম্বর, জসিম উদ্দিন মোল্যাকে ১৫ নম্বর এবং আতিকুল ইসলামকে ২০ নম্বর আসামি করা হয়।

You may also like

Leave a Comment