Home সারাদেশশারদীয় দুর্গাপূজা: নিরাপত্তা নিশ্চিত, পর্যটন ব্যবস্থা স্বাভাবিক

শারদীয় দুর্গাপূজা: নিরাপত্তা নিশ্চিত, পর্যটন ব্যবস্থা স্বাভাবিক

by Akash
০ comments

সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ জানিয়েছেন যে সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর আমেজে পালনের জন্য প্রশাসন ও নিরাপত্তাবাহিনী সম্মিলিতভাবে কাজ করছে।

বুধবার (১ অক্টোবর) সকালে খাগড়াছড়ি শহরের নারায়ণ মন্দির পূজা মণ্ডপ পরিদর্শনকালে রিজিয়ন কমান্ডার এসব কথা বলেন। পরে তিনি জেলার খাগড়াপুর পূজা মণ্ডপও পরিদর্শন করেন।

ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, “অবরোধ নেই। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। জনসাধারণ স্বাভাবিক জীবনযাত্রা করতে পারছেন।” তিনি আরও উল্লেখ করেন যে প্রশাসন সময়মতো ১৪৪ ধারা তুলে নেওয়ার কাজ করবে।

পর্যটন নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সাজেকসহ সব পর্যটন ব্যবস্থা খুলে দেওয়ায় পর্যটকরা খাগড়াছড়িতে আসতে পারবেন।

উল্লেখ্য, টানা সড়ক অবরোধের কারণে এবার শারদীয় দুর্গোৎসব আনন্দঘন পরিবেশে শুরু হতে পারেনি এবং অন্যান্য বছরের মতো পূজামণ্ডপকে কেন্দ্র করে মেলাও জমে ওঠেনি।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম এবং জিটুআই মেজর কাজী মোস্তফা আরেফিনসহ অন্যান্য সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment