Home সারাদেশলৌহজংয়ে আগুন লেগে আটটি দোকান ভস্মীভূত

লৌহজংয়ে আগুন লেগে আটটি দোকান ভস্মীভূত

by Akash
০ comments

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পশ্চিম কুমারভোগ জামে মসজিদসংলগ্ন এলাকায় আগুন লেগে অন্তত আটটি দোকান ভস্মীভূত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে একটি সেলুন, ফলের দোকান, চায়ের দোকান, ভাঙারির দোকান, অটো গ্যারেজ, রিকশা গ্যারেজ, অটো চার্জিং স্টেশন এবং একটি ওয়েল্ডিংয়ের দোকান।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন জানান, রাত ২টা ২৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।

You may also like

Leave a Comment