Home সারাদেশলাইফ সাপোর্টে ভাষাসংগ্রামী আহমদ রফিক

লাইফ সাপোর্টে ভাষাসংগ্রামী আহমদ রফিক

by Akash
০ comments

ভাষাসংগ্রামী, প্রাবন্ধিক ও রবীন্দ্র গবেষক আহমদ রফিকের শারীরিক অবস্থা সংকটাপন্ন। রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বর্তমানে তিনি অজ্ঞান অবস্থায় আছেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, কিডনির জটিলতার পাশাপাশি সম্প্রতি তিনি একাধিকবার মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। জাতীয় অধ্যাপক একে আজাদ খান বলেন, “তিনি আমাদের আইসিইউতে ভর্তি আছেন। তার তো অনেক বয়স হয়েছে, বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন।”

এর আগে গত ১১ সেপ্টেম্বর ল্যাবএইড হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাকে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। তবে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা না থাকায় রবিবার তাকে বারডেমে স্থানান্তর করা হয়। পরিবারের অভিযোগ, সংস্কৃতি মন্ত্রণালয় চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিলেও এখনো কোনো সহায়তা কার্যকর হয়নি।

১৯২৯ সালে ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া আহমদ রফিক একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রাবন্ধিক। রবীন্দ্র গবেষণায় তার অবদান দুই বাংলায় সমাদৃত। শতাধিক গ্রন্থের লেখক ও সম্পাদক তিনি। কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট তাকে দিয়েছে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি। ২০০৬ সালে স্ত্রীকে হারানোর পর থেকে নিউ ইস্কাটনের ভাড়া বাসায় একাই বসবাস করছিলেন তিনি। বিপুল বইয়ের সংগ্রহই ছিল তার একমাত্র সম্বল।

You may also like

Leave a Comment