Home বিনোদনলন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন, চলছে কেমোথেরাপি

লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন, চলছে কেমোথেরাপি

by Akash
০ comments

জনপ্রিয় চিত্রনায়ক এবং ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ভালো নেই। বর্তমানে তিনি লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন। তাঁর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছেন তাঁর জামাতা আরিফুল ইসলাম। সম্প্রতি নিসচার এক সংবাদ সম্মেলনে কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ বিষয়ে তথ্য জানান তাঁর ছেলে মিরাজুল মইন।

ইলিয়াস কাঞ্চন গত সাত মাস ধরে অসুস্থ এবং ছয় মাস ধরে লন্ডনে তাঁর চিকিৎসা চলছে। জামাতা আরিফুল ইসলাম জানান, তিনি গত ২৬ এপ্রিল থেকে লন্ডনে তাঁর মেয়ে ইসরাত জাহানের বাসায় অবস্থান করছেন। সেখানে হার্লি স্ট্রিট ক্লিনিকের অনকোলজিস্ট ভিনায়ার তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে তাঁর মস্তিষ্কে একটি সফল অস্ত্রোপচার করা হয়।

ডাক্তাররা টিউমারের কিছু অংশ অপসারণ করেছেন। পুরো টিউমার অপসারণ করা হলে জীবনহানি, প্যারালাইজড হয়ে চলনশক্তি ও কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলার ঝুঁকি ছিল। তাই চিকিৎসকদের পরামর্শে টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়।

টিউমারের বাকি অংশ নিষ্ক্রিয় করার জন্য বর্তমানে রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে ‘টার্গেট থেরাপি’ চলছে।

গত শুক্রবার থেকে এই থেরাপি শুরু হয়েছে। এটি সপ্তাহে পাঁচ দিন করে ছয় সপ্তাহ ধরে চলবে। এরপর তিনি চার সপ্তাহ চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন।

দীর্ঘদিন লন্ডনে ঘরবন্দী থাকার কারণে ইলিয়াস কাঞ্চন মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন এবং কর্মব্যস্ততা থেকে দূরে থাকায় বিচলিত বোধ করছেন। থেরাপির কারণে তাঁর শরীরে ক্লান্তি এসেছে এবং কথা বলতেও কষ্ট হচ্ছে। তাই চিকিৎসকরা তাঁকে ফোনে কথা বলতে নিষেধ করেছেন।

তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।

You may also like

Leave a Comment