Home খেলারোমাঞ্চকর ফাইনালে রিয়ালকে হারিয়ে শিরোপা বার্সার

রোমাঞ্চকর ফাইনালে রিয়ালকে হারিয়ে শিরোপা বার্সার

by Akash
০ comments

জোড়া গোল করে ম্যাচের নায়ক রাফিনিয়া, আর তার নৈপুণ্যেই রুদ্ধশ্বাস ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-২ ব্যবধানে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতল বার্সেলোনা।

রবিবার জেদ্দায় কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি রীতিমতো থ্রিলারে পরিণত হয়, বিশেষ করে প্রথমার্ধের শেষ দিকে টানা চার গোলের উত্তেজনায় দর্শকেরা মুগ্ধ হন।

শুরুর দিকে দু’দলই সমানতালে লড়াই করলেও বিরতির আগে ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিতে থাকে বার্সেলোনা। ৩৬তম মিনিটে তার ফল মেলে-ডান দিক দিয়ে বক্সে ঢুকে পড়ে রাফিনিয়া নিচু শটে দূরের কোনায় বল জড়িয়ে দলকে এগিয়ে দেন।

তবে প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সমতা ফেরায় রিয়াল মাদ্রিদ। মাঝমাঠের কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে যান ভিনিসিয়ুস জুনিয়র, দু’জন বার্সেলোনা ডিফেন্ডারকে কাটিয়ে একক প্রচেষ্টায় জোরালো শটে গোল করেন।

নাটক তখনও শেষ নয়। দুই মিনিট পর পেনাল্টি এলাকায় জায়গা পেয়ে রবার্ট লেভানডোস্কি নিখুঁত চিপ শটে আবারও বার্সেলোনাকে এগিয়ে দেন। কিন্তু বিরতির ঠিক আগে আবার সমতা ফেরায় রিয়াল। কর্নার থেকে আসা বলে রাফিনিয়া গোললাইন থেকে ক্লিয়ার করলেও রিবাউন্ডে ঝাঁপিয়ে পড়েন গঞ্জালো গার্সিয়া। তার শট পোস্ট ও ক্রসবারে লেগে শেষ পর্যন্ত গোললাইন পার হলে স্কোরলাইন আবার ২-২ হয়ে যায়।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ফয়সালা আসে ৭৩তম মিনিটে। বক্সের কিনারায় ফাঁকা জায়গা পেয়ে শট নেন রাফিনিয়া। সামান্য পিছলে যাওয়ায় বলটি রিয়াল ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে যায়, থিবো কুর্তোয়াকে ভুল পায়ে ফেলে জালে জড়ায়।

৯০ মিনিট পার হওয়ার পর উত্তেজনা আরও বাড়ে, যখন কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করায় ফ্রেঙ্কি ডি ইয়ং লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনের বার্সেলোনার ওপর চাপ বাড়ায় রিয়াল মাদ্রিদ।

তবে সংখ্যাগত সুবিধা কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। কাছ থেকে আলভারো কারেরাস ও ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোর প্রচেষ্টা দুর্দান্তভাবে রুখে দেন গোলরক্ষক হোয়ান গার্সিয়া।

শেষ পর্যন্ত এই রুদ্ধশ্বাস জয়েই নিজেদের ১৬তম স্প্যানিশ সুপার কাপ শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা।

You may also like

Leave a Comment